ফেসবুকে সম্প্রতি SEEN অপশন ফেসিলিটি আপডেট করেছে। যখন আপনি আপনার
বন্ধুর সাথে চ্যাট করছেন, এবং সে তা পড়েছে দেখাচ্ছে যখন আপনার মেসেজটি
পড়া হয়েছে। আসলে এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি ফিচার। কিন্তু কিছু সময় তা
প্রবলেম হয়ে দাড়ায় যখন আপনার ফ্রেন্ড জানতে পারে আপনি তার মেসেজটি
পড়েছেন কিন্তু তাকে এভয়েড করছেন, তাকে ফিরতি মেসেজ দিচ্ছেন না।
আগে শুধু আপনি সংলাপ শেষ করতে পারতেন এ বলে যে আপনি মেসেজটি দেখেন নি (অথচ আপনি দেখেছিলেন)। ওরা SEEN অপশন রেখেছে, আপনি UNSEEN এর ব্যবস্থা করে ফেলুন।
১. গুগল ক্রোমে কিভাবে ইনস্টল করবেন:
- শুধু এখানে ক্লিক করে নিয়ে নিন FB UNSEEN
- উপরের লিংকে ক্লিক করে আপনি নিচের চিত্রের মতো দেখতে পাবেন
- add to chrome এ হিট করার পরই আপনার এ্যাডনসটি এনাবল হয়ে যাবে এবং আপনি ফিচারটি উপভোগ করতে পারবেন।
২. ফায়াসফক্সে কিভাবে ইনস্টল দিবেন:
- প্রথমে আপনি এখান থেকে নিয়ে নিন Grease Monkey
- তারপর আপনাকে ইনস্টল করতে হবে FACEBOOK STEALTH
- এখন আপনি এটি উপভোগ করতে পারবেন।
কিভাবে আনইনস্টল করবেন:
ক্রোম: সরাসটি এক্সটেনশনটিতে চলে যান এবং ডিজেবল করে নিন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment