Sunday, December 8, 2013

ফেসবুকে SEEN অপশন বন্ধ করে দিন। আপনার বন্ধু আর দেখতে পাবে না আপনি মেসেজটি পড়েছেন কিনা।

ফেসবুকে সম্প্রতি SEEN অপশন ফেসিলিটি আপডেট করেছে। যখন আপনি আপনার বন্ধুর সাথে চ্যাট করছেন, এবং সে তা পড়েছে দেখাচ্ছে যখন আপনার মেসেজটি পড়া হয়েছে। আসলে এটি হচ্ছে সবচেয়ে ভালো একটি ফিচার। কিন্তু কিছু সময় তা প্রবলেম হয়ে দাড়ায় যখন আপনার ফ্রেন্ড জানতে পারে আপনি তার মেসেজটি পড়েছেন কিন্তু তাকে এভয়েড করছেন, তাকে ফিরতি মেসেজ দিচ্ছেন না।

আগে শুধু আপনি সংলাপ শেষ করতে পারতেন এ বলে যে আপনি মেসেজটি দেখেন নি (অথচ আপনি দেখেছিলেন)। ওরা SEEN অপশন রেখেছে, আপনি UNSEEN এর ব্যবস্থা করে ফেলুন।
১. গুগল ক্রোমে কিভাবে ইনস্টল করবেন:
- শুধু এখানে ক্লিক করে নিয়ে নিন FB UNSEEN
- উপরের লিংকে ক্লিক করে আপনি নিচের চিত্রের মতো দেখতে পাবেন


- add to chrome এ হিট করার পরই আপনার এ্যাডনসটি এনাবল হয়ে যাবে এবং আপনি ফিচারটি উপভোগ করতে পারবেন।
২. ফায়াসফক্সে কিভাবে ইনস্টল দিবেন:
-   প্রথমে আপনি এখান থেকে নিয়ে নিন Grease Monkey
-   তারপর আপনাকে ইনস্টল করতে হবে FACEBOOK STEALTH
-   এখন আপনি এটি উপভোগ করতে পারবেন।
কিভাবে আনইনস্টল করবেন:
ক্রোম: সরাসটি এক্সটেনশনটিতে চলে যান এবং ডিজেবল করে নিন।


ফায়ারফক্স: ক্রোমের মতো করে যান এবং ডিজেবল করে নিন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

facebook আর ব্লক হবেনা, photo ভেরিফাই এর মত মহা ঝামেলার দিনও শেষ, নিন চির মুক্তি,

আমাদের ফেসবুক একাউনট ব্লক হওয়ার অন্যতম একটি কারন হল অতি মাত্রায় friend request পাঠানো, মানে আপনি friend request পাঠান
অথচ কেউ accept করেনা, এভাবে আপনার একাউনট থেকে ৫০-৬০ টি request চলে গেল, ঠিক তখনই ফেসবুক অথর শাস্তি স্বরূপ সাময়িক
একাউনট ব্লক করে দেয়। তাই এখনি আপনি আপনার পুরনো request গুলো cancel করে দিন। তার জন্য প্রথমে আপনার ফেসবুক log in করে
নিন, তারপর এখানে  ক্লিক করুন। নিচের মত একটি ছবি দেখবেন.



 
এবার আপনি bulk load এ ক্লিক করুন। নিচের মত দেখবেন 



দেখুন বেগুনি রঙ দিয়ে চিহ্নিত একটি বক্স দেখা যাচ্ছে , এবার ঐ বক্স থেকে লেখা গুলো কপি করে তির দিয়ে চিহ্নিত তিন নাম্বার বক্সে
পেস্ট করুন, তারপর load friend requests এ ক্লিক করুন, নিচের মত দেখবেন !




এখন বেগুনি রঙ দিয়ে চিহ্নিত যা দেখতেছেন তাই হল আপনার পাঠানো friend request গুলো, এবার এখান থেকে বেছে বেছে
আপনার request গুলো cancel করে দিন। (এখানে cancel request এ ক্লিক করলে profile এ নিয়ে যাবে তারপর সেখান থেকে request cancel করুন)
১ম ধাপ এখানেই শেষ।
…………………………………………………..…………….২…………….……………………………………………
এবার আসুন photo ভেরিফাই এর মত মহা ঝামেলা থেকে কিভাবে পরিত্রান পাবেন। আমরা অনেক সময় দেখি যখন ফেসবুক log in করতে যাব
তখন দেখি ক্যাপচা কোড চেয়ে বসে, কিন্তু সমস্যা সেটানা, সমস্যা হল ক্যাপচা দেওয়ার পরে মহা ঝামেলা মানে photo ভেরিফাই করতে বলে
অর্থাৎ আমরা দেখি তিনটি ছবি আমাদের সামনে ভেসে আসে এবং নিচে ছয়জন ফ্রেন্ডের নাম আসে, তখন আমাদের কি করতে হয় তা কারও অজানা নয়।
মানে এই ছয় ফ্রেন্ড থেকে কে আমাকে এই ছবি গুলো tag করলো তা বের করতে হবে, কিন্তু আমরা অনেকেই এই পরিক্ষা থেকে উত্তীর্ণ হতে পারিনা,
যার ফল আমরা আমাদের ফেসবুক একাউনটটি হারিয়ে ফেলি। মুলত সমস্যাটি হল কিছু ফ্রেন্ড আমাদেরকে এমন কিছু photo, tag করে যা দেখে আমরা
চিনতে পারিনা যে কে আমাকে photo টি tag করলো? এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমে আপনি আপনার profile এ যান, তারপর photos এ ক্লিক করুন,
এবার photo of you তে যান (অনেক সময় এই ফোল্ডারটি নিচের দিকে থাকে) এখানে আপনি আপনার বন্ধুদের tag করা photo গুলো দেখতে পাবেন।
তারপর আপনি যে সব ছবি চিনতেছেননা সেগুলো remove করে দিন। নিচে দেখুন তাহলে আর বুঝতে সমস্যা হবেনা..


এই পদ্ধতি গ্রহন করার পর আশা করি আর এই সমসসায় পড়বেননা।
২য় ধাপ এখানেই শেষ
…………………………………………………………..৩……………..……………………………..
যদি ২য় পদ্ধতি গ্রহন করার আগেই photo ভেরিফাই এর ঝামেলায় পড়ে যান তখন আর কি করবেন, একটু কষ্টতো করতেই হবে…
তখন আপনি গুগুলে যান, তারপর facebook প্লাস উল্লেখিত ছয় ফ্রেন্ড থেকে যে কারও একজনের নাম লিখে সার্চ করুন,
যেমন facebook+kamrulislam. এবার সেখান থেকে দেখুন উল্লেখিত তিনটি ছবির মত কোন ছবি দেখেন কি না? যদি দেখেন
তাহলে বুঝবেন ছবিটি ঐ ফ্রেন্ডেরই, আর যদি না দেখেন তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে সার্চ করে দেখতে থাকুন, আশা করি পেয়ে যাবেন।
এই পদ্ধতিটি একটু কষ্টকর, একটু ঝামেলাও, তারপরও নিজের একাউনট বাঁচানো বলে কথা……।
  ৩য় ধাপ এখানেই শেষ
……………………………………………………….……………..৪……………..…………………………………….
** Review posts Friends Tag >ON করে রাখুন, কারন বেশী Tag হলে Photo verification চায় । ON রাখলে যারা আপনার পরিচিত না তদের গুলো Ignore/Tag Remove করে Save করতে পারেন । যদি ON করতে না জানেন তাহলে Log in করে নিচের নিয়ম দেখুন   Setting>Privacy>Timeline and Tagging> Edit Settings>Review Posts Friends Tag You In Before They Appear On Your Timeline>Edit>Turn On Timeline Review.
এই গুলো ঠিকমতো করলে আপনার কাছে ফেইসবুক কর্তৃপক্ষ কখনো Photo Verification অথবা Conformation কোড চাইবে না ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
পোস্টটি অনেক কষ্ট করে লিখলাম আপনাদের আমাদের সবার স্বার্থে, ভাল লাগলো, না লাগলোনা অবশ্যই জানাবেন………………

Saturday, December 7, 2013

ফেইসবুক আইডি খুলুন Last Name ছাড়াই!

সাধারণত ফেইসবুক এর আইডি খুলতে অবশ্যই আপনাকে Fast Name এবং Last Name দিতে হবে।  কিভাবে Last Name ছাড়া শুধু মাত্র এক নাম ব্যবহার করে ফেইসবুক এ আইডি খোলা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
লাগবে:

• Mozilla Firefox না থাকলে ডাউনলোড করে নেন। Download | Click Here
• আর লাগবে Free Proxy List, না থাকলে ডাউনলোড করে নেন। Download | Click Here [64 KB]


 
  • Firefox থেকে অপসন এ ক্লিক করুন।

এবার Advanced এ যান, Network এ গিয়ে Settings…এ ক্লিক করুন।


Free Proxy List ওপেন করুন, এখান থেকে শুধুমাত্র ইন্দোনেশিয়ান আইপি এবং পোর্ট কপি (ctrl+c) করতে হবে, প্রথমে আইপি কপি (Ctrl+C) করে নিয়ে পরের পিকচার এ দেখানো জায়গায় পেস্ট (Ctrl+V) করবেন তারপর পোর্ট। মনে রাখবেন, শুধুমাত্র ইন্দোনেশিয়ান!


Manual proxy configuration সিলেক্ট করে নেন, Use this proxy server for all protocols মার্ক করে নেন। Free Proxy List থেকে ইন্দোনেশিয়ান পোর্ট এবং আইপি পেস্ট (ctrl+v) করে OK বাটন এ ক্লিক করুন…


এবার Facebook.Com এ ভিসিট করে Bahasa Indonesia তে ক্লিক করুন।


ভাষা পরিবর্তন হয়ে গেছে, এখন কিছু বুঝতেচেন্না? সমস্যা নাই, যেটা বুঝেননা ঐটা মার্ক করে কপি করে নেন।

 http://translate.google.com.bd/ এ ভিসিট করুন, এবং যেটা বুঝতে সমস্যা হচ্ছে ঐটার অর্থ খুঁজে বের করুন।


এখন ফেইসবুক রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন Without Last Name. পূরণ করা শেষ হলে Mendaftar (Submit) এ ক্লিক করুন।

 যদি কোনো কিছু ভুল না করেন আইডি সফলভাবে তৈরি হয়ে যাবে।

 Now go to Firefox»»Options»»Advanced»»Network»»Settiongs…

 Use system proxy settiongs সিলেক্ট করে নেন, তারপর OK বাটন এ ক্লিক করুন।



 এখন আপনার একাউন্ট এর সেটিং (Pengaturan Akun) অপসন এ গিয়ে Bahasa Indonesia থেকে English (US) সিলেক্ট করে সেভ (Simpan Perubahan) করে নেন, তাহলে পরবর্তিতে বুঝতে আর সমস্যা হবে না।



 যারা আগের আইডির Last নাম ছাড়া পরিবর্তন করতে চান আগে দেখবেন আপনার নাম চেঞ্জ এর অপসন টা disable কিনা, যদি disable না হয় তাহলে আপনে প্রথমে (প্রথমে লগইন করতে বলছি এই জন্যে যে আপনি যদি আইপি পরিবর্তন করার পরে লগইন দেন তাহলে আপনার আইডি ফটো verification/ Others verification চাইতে পারে, প্রথমে লগইন করে নিলে তা চাইবেনা, এই সিস্টেম অনলি ওল্ড আইডির জন্যে) আপনার আইডিটা লগইন করে Account Settings এ যাবেন তারপর উপরে দেখানো নির্দেশিকা অনুযায়ি Firefox»»Options»»Advanced»»Network»»Settiongs… এ গিয়ে ইন্দোনেশিয়ান আইপি এবং পোর্ট দিবেন Free Proxy List থেকে তারপর OK বাটন এ করুন । এবার আপনার একাউন্ট এর Language এ Edit এ ক্লিক করে বর্তমান ভাষা থেকে Bahasa Indonesia করে নেন। তারপর নাম চেঞ্জ এর অপসন থেকে Last Name ছাড়া Fast নাম দিয়ে সেভ করে নিলে হয়ে যাবে, কাজ শেষ হলে অবশ্যই Firefox»»Options»»Advanced»»Network»»Settiongs… থেকে Use system proxy settiongs সিলেক্ট করে নিবেন এবং Bahasa Indonesia থেকে English (US) সেভ করে নিবেন।


ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না