নানা কারণে ফাইল অন্যান্য ফরমেটে কনভার্ট করার
প্রয়োজন হয়। ইন্টারনেটে বিনা মূল্যে যেকোনো ফাইল কনভার্ট করা যায়। ফাইল
কনভার্ট করার জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে জামজার ( www.zamzar.com )। এর মাধ্যমে যেকোনো ছবি,
ডকুমেন্ট, গান, ই-বুক, ভিডিও ফাইল কনভার্ট করা যাবে। এই ওয়েবসাইটের
মাধ্যমে ছবির ক্ষেত্রে .jpg ফাইল .png, .gif,.bmp ফরম্যাটে, ইউটিউব ভিডিও
.avi, .mov, .3gp, .flac, .m4a, .wmv ফরম্যাটে, মাইক্রোসফটের .docx ফাইল
.doc, .pdf, .html ফরম্যাটে, ই-বই .pdf ফরম্যাট থেকে ই-রিডার-সমর্থিত
ফরম্যাটে এবং .rar ফাইল .zip ফরম্যাটে করা যাবে।
No comments:
Post a Comment