Thursday, January 31, 2013

নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে !

বিসমিল্লাহীর রহমানীর রাহীম।

আশা করি সবাই ভালো আছেন। শিরনাম দেখেই হয়ত চমকে গেছেন তাই না? অনেকে ভাবছেন এটা আবার কঠিন কিছু হলো নাকী? আবার হয়ত অনেকে চমকে উঠে বলেছেন How it Possible ? যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নাই। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি হ্যা এটা সম্ভব। কিন্তু একটু ছোট ট্রিকস খাটিয়ে।
 
যেভাবে তৈরী করবেনঃ
১. একটি ফোল্ডার তৈরী করুন।
২. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Rename এ ক্লীক করুন।
৩. এখন Alt  কী ধরে রেখে ০১৬০ চাপুন।
৬. দেখুন নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়েছে।
কি খুব মজা তাই না? এটা অন্যদের কাছে শেয়ার করে তাদেরও চমকে দিতে পারেন


আপনি ইচ্ছা করলে এটির লোগো শূন্য করতে পারেন। কিভাবে?
  • ফোল্ডার টির উপর রাইট ক্লিক করুন ও Properties ক্লিক করুন
  • এখন Customize থেকে Change icon ক্লিক করুন।
  • এবার যেকোনো শূন্য আইকন নির্বাচন করে ওকে ক্লিক করুন।
  • এবার Apply ও ok ক্লিক করুন
  • দেখুন আপনার ফোল্ডার টি লোগো বা আইকন এখন শূন্য।

Wednesday, January 30, 2013

ফেইসবুকের Add Friend বাটন হাইড করুন Subscribe বাটন রেখে...!!!

অনেক মেয়েদের আইডিতে অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেক মেয়রা চায় না যে তাদের আইডিতে কোন রিকুয়েষ্ট আসুক । এক্ষেত্রে আপনি আপনার +Add as Friend বাটনটি হাইড / ডিসেবল করে রাখতে পারেন।



> এজন্য প্রথমে আপনাকে ফেইসবুকের Privacy Settings এ যেতে হবে।

> এবার How You Connect থেকে Edit Settings এ ক্লিক করুন।

> তারপর Who can send you friend requests? থেকে Friends of Friends করে দিন ।
                                                                                > সবশেষে Done করুন।



বি:দ্র: এক্ষেত্রে যারা যারা আপনার ফ্রেন্ডলিষ্টে আছে তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারব । এছাড়া আর কেউ +Add as Friend বাটনটি দেখতে পারবে না। যেমন আমার ফ্রেন্ড লিষ্টে আপনার কোন ফ্রেন্ড যদি থাকে তবেই আমাকে রিকুষ্টে পাঠাতে পারবেন । অথবা শুধু Subscribe বাটন দেখতে পারবেন।

মোবাইল থেকে কতটুকু নেট ব্যবহার করেছেন; জানতে চান ?

হ্যা বন্ধুরা অপেরা মিনি যারা ব্যবহার করেন তারা খুব সহজেই দেখতে পারবেন কতটুকু নেট ইউজ করেছেন । আরেকটি টিপস হচ্ছে প্রতি মাসের শেষে যে ডাটা ব্যবহার করেছেন তার রেকর্ডটি ক্লিয়ার করে নিবেন; তাহলেই জানতে পারবেন পুরো মাসে কতটুকু ডাটা ব্যবহার করা হলো।
দেখদেখি কান্ড; বেরকরার নিয়মটা না বলতেই ক্লিয়ার করার কথা বলে ফেলেছি। যাহোক ক্লিয়ার তো করবেন পরে। আগে বের করুন কতটুকু ডাটা ইউজ করেছেন >>

>> প্রথমেই Opera Mini ওপেন করে Menu থেকে Tools এ যান ;
>> এবংHelp থেকে About এ ক্লিক করুন।
 
এখানে Transmitted (total) এই পেয়ে যাবেন আপনি কতটুকু ডাটা ব্যবহার করেছেন।

 



নিচে ডাটা ও মেমোরি স্পেসের বর্ননা দেওয়া হলো ঃ
Bits: 8 bits = 1 byte Bytes: 1024 bytes = 1 KB (1 to 3 digits) Kilobytes: 1024 KB = 1 MB (4 to 6 digits) Megabytes: 1024 MB = 1 GB (7 to 9 digits) Gigabytes: 1024 GB = 1 TB (10 to 12 digits) Terabytes: 1024 TB = 1 PB (13 to 15 digits) Petabytes: 1024 PB = 1 EB (16 to 18 digits) Exabytes: 1024 EB = 1 ZB (19 to 21 digits) Zettabytes: 1024 ZB = 1 YB (22 to 24 digits) Yottabytes: more than enough… (25 to 27 digits)

!!!...অনলাইনে ফাইল কনভার্ট করুন...!!!

নানা কারণে ফাইল অন্যান্য ফরমেটে কনভার্ট করার প্রয়োজন হয়। ইন্টারনেটে বিনা মূল্যে যেকোনো ফাইল কনভার্ট করা যায়। ফাইল কনভার্ট করার জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে জামজার ( www.zamzar.com )। এর মাধ্যমে যেকোনো ছবি, ডকুমেন্ট, গান, ই-বুক, ভিডিও ফাইল কনভার্ট করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে ছবির ক্ষেত্রে .jpg ফাইল .png, .gif,.bmp ফরম্যাটে, ইউটিউব ভিডিও .avi, .mov, .3gp, .flac, .m4a, .wmv ফরম্যাটে, মাইক্রোসফটের .docx ফাইল .doc, .pdf, .html ফরম্যাটে, ই-বই .pdf ফরম্যাট থেকে ই-রিডার-সমর্থিত ফরম্যাটে এবং .rar ফাইল .zip ফরম্যাটে করা যাবে।

ল্যাপটপে সাউন্ড কম ? ? বাড়িয়ে নিন...!!! (Windows 7)

আপনার ল্যাপটপে কি সাউন্ড কম ?
তাহলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন
তারা কোন সফটওয়্যার ছাড়াই
ল্যাপটপের সাউন্ড ২০০% পর্যন্ত
বাড়িয়ে নিন । তবে VLC
প্লেয়ারে বাজালে নাও হতে পারে।
কারণ VLC তে এমনিতেই ২০০% ভলিউম
দেয়া থাকে । সাউন্ড বাড়াতে নিচের
ধাপগুলো অনুসরণ করুন ।
১। প্রথমে আপনার ভলিউম বা স্পিকার
আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
২। এবার Playback devices- এটার উপর
ক্লিক করুন ।
৩। এখন Speakers এর উপর ডাবল ক্লিক
করুন ।
৪। এবার Enhancement ট্যাবের উপর
ক্লিক করুন ।
৫। এবার Loudness Equalization এর
খালি বক্সে টিক মার্ক দিন ।
৬। এবার Apply -> OK ।
ব্যাস কাজ শেষ । এখন
থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ
করতে থাকুন ।

ফেসবুকে আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিআছেন তার Pending ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন।

আসসালামু আলাইকুম। আমি IT সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই পেইজ এ লেখি । আশা করি আমার লেখা গুলো আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি, ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দেখা যায়?







 ফেসবুকে আপনি কাকে কাকে Friend Request পাঠিয়েছেন তা ফেসবুকের আগের সেটিংসে দেখা যেত। কিন্তু ফেসবুকের বর্তমান সেটিংসে এই অপশন টি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই দেখতে পারবেন আপনি কার কার কাছে Friend Request পাঠিয়েছেন। এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন তারপর অ্যাড্রেস বারে গিয়ে http://apps.facebook.com/friendrequests ঠিকানায় গিয়ে Allow-এ ক্লিক করুন।
তাহলেই দেখতে পাবেন আপনার পাঠানো সব Pending Request.

ধন্যবাদ। ভাল থাকবেন।

অচেনা নম্বার থেকে SMS করুন যত খুসি ততো দেশ অথবা বিদেশ তা ও আবার ফ্রি !!!

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ?
কথা কম কাজ বেশি, তাই চলুন কাজের কথাই আসি ।
আমি আজ আপনাদের সাথে একটি সাইট সেয়ার করবো যেখান থেকে আপনি যত খুসি SMS পাঠাতে পারবেন মোবাইলে । আমি এই সাইট টি শেয়ার করলাম যেন আপনি মোবাইলে SMS পাঠিয়ে আপনার মোবাইল খরচ কমিয়ে আনতে পারেন এবং বেশি বেশি SMS Send করে বন্ধুত্ব প্রগাড় করতে পারেন। এ ছাড়া ও আপনি অছেনা নাম্বার থেকে SMS দিয়া ছমকে দিতে পারেন আপনার বন্ধু অর শত্রু কে। এ জন্য আপনাকে নিচের দেয়া লিঙ্কে গিয়ে অপেক্ষা করতে হবে| তাহলে মোবাইল নম্বার চাইবে, কোন নাম্বার দেয়ার দরকার নাই(From Bar)। Destination বার এ যে দেশে এস.এম.এস পাঠাতে চান সে দেশ selectরুন। Number বার এ যার কাছে এস আম এস পাঠাবেন তার নাম্বার লেখুন। SMS লিখে send sms বাটনে ক্লিক করুন ।
……কাজ শেষ । আপনাদের বুঝার সুবিদারথে picture upload করলাম ।

 PC Link:-
http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_bangladesh/index.html
 

Mobile Link:-
Link : http://m.freesmscraze.com/ or http://www.m.freesmscraze.com/



 
 বিঃ দ্রঃ ১৩০ অক্ষর এর বেশি লেখা যেন না হয়। আর এর জন্য আপনার কোন টাকা কাটবে না। সম্পূর্ণ ফ্রি।
 

ফ্রি এসএমএস করার আরেকটা নতুন সাইট আইছে…. আবার মোবাইলে মোবাইলে ফ্রী ম্যাসেজ দিয়া ফাটায় দেও

ওয়াজদা, ফরএভার.ইউএস, মিমতোষ এবং কিউপ্রোটেক্সট কোনটা থেকেই এখন আর ফ্রি বাংলাদেশের নাম্বারে এসএমএস করা যায় না। তাই কিছুদিন গাটের পয়সা খরচ করেই অনেকে এসএমএস করতে ছিলেন আর খুজতে ছিলেন ফ্রী ম্যাসেজ এর নতুন কোন সাইট।

 

তবে আবারো আসছে আরেকটা সাইট

 যেখান থেকে বাংলাদেশী নাম্বার সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রী এসএমএস করা যায়।
আর সেই সাইটটা হল  http://freetxt.org

এই সাইটের সুবিধা গুলোঃ 

  • একটি সম্পূর্ন এসএমএস পাঠানো যাবে।
  • আনলিমিটেড Free SMS পাঠাতে পারবেন ।
  • কোন রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই ।
  • রিসিপিয়েন্ট এর কাছে ওয়েবের কোন তথ্য যাবে না।
আমি তো বেশ কিছু করলাম এখনো করতেই আছি। তাইলে আপনেও শুরু করেন ফ্রি এসএমএস করা এই নতুন সাইট থেকে।

মোবাইল টু মোবাইল এসএমএস করুন ফ্রী

অন্য কিছু বলার সময় নেই।
ভাল হয় আপনি আপনার মোবাইল ব্রাউজার থেকে
http://www.mjoy.com এ যান।
এরপর join এ ক্লিক করে Bangladesh সিলেক্ট করে আপনার মোবাইল number টি দিন।
ব্যাস আপনার মোবাইল এ লিঙ্ক চলে যাবে। ব্রাউজার এ পেস্ট করে দিন।
এরপর আপনার nick name ও password দিন।
register শেষ করে লগ ইন করুন।
এবার ফ্রী টেক্সট মেসেজ থেকে free sms করুন। (কিছু point ফ্রী পাবেন)
বিঃ দ্রঃ survey থেকে আপনি শুধু প্রশ্নের উত্তর দিয়ে point অর্জন করুন
সময় স্বল্পতার কারনে খুব বিস্তারিত করতে পারলাম না।

আমার মনে হয় বুঝাতে পেরেছেন। সবাই কে ধন্যবাদ।

দূর্বল গতির ইন্টারনেট দিয়েই দেখুন বিপিএল

যারা পিসিতে বসে বিপিএল খেলা দেখতে চান কিন্তু ইন্টারনেটের দূর্বল গতির জন্য দেখতে পারছেননা তাদের জন্য এই টিউন। আমি আমার পিসিতে বসেই উপভোগ করছি খেলাগুল আর তাই আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে সরাসরি ক্লীক করলেই চলে যাবে খেলার পেজে। কিছুক্ষণ অ্যাডের যন্ত্রণা সহ্য করেই দেখতে পরবেন লাইভ খেলা।
তবে অ্যাডের ক্রস চিহ্নতে ক্লিক করলেই অ্যাড চলে যাবে। টিউনটি উপকারে  আসলে জানাবেন।

কিভাবে ফেসবুকের চ্যাটে অপ্রয়োজনীয় বন্ধুদের থেকে লুকিয়ে থাকবেন

সমস্ত Facebook বন্ধুরা সেরা বন্ধু হতে পারেন না। চ্যাটিং-এ কখনো কখনো আমরা খুব বিরক্ত হয়ে যাই যেমন যখন আপনি পরিবারের সদস্য অথবা আপনার বিশেষ কারোর সাথে জরুরী বিষয় নিয়ে কথা বলছেন ঠিক সেই মুহূর্তে অন্যান্য বন্ধুরা আপনাকে বিরক্ত করতে পারে। আমার কাছে এটার একটা খুব ভাল সমাধান আছে, সেটা নিয়েই কথা হবে আজ। যাতে করে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অন্যরা জানবেই না যে আপনি অনলাইনে আছে বা বন্ধ করে দিলে কখনই জানবেনা কখন আপনি অনলাইনে আসেন। এইটা আগে কেউ শেয়ার করে থাকলে আমার এই লেখা তাকেই উৎসর্গ করলাম।
কিভাবে চ্যাটিং থেকে ফেসবুক বন্ধুদের গোপন করবেনঃ
  • আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন
  • Friends বাটনে ক্লিক করুন (প্রোফাইল ফটোর পরে বাম উপরে)
 

  • যদি আপনি ইতোমধ্যে একটি বন্ধু তালিকা তৈরি করে থাকেন তাহলে আপনি Manage Friend List পাবেন


  • আর যদি আপনি না বানিয়ে থাকেন তাহলে Edit Friends পাবেন, ওটাতে ক্লিক করুন


  • Create a List-এ ক্লিক করুন



  •  নতুন একটা পপ আপ আসবে ওটাতে আপনার ফ্রেন্ড গ্রুপের নাম লিখুন ও ফ্রেন্ড পছন্দ করে নিন


  • Create List-এ ক্লিক করুন
  • চ্যাটে ক্লিক করুন (নিচে)
  • চ্যাট সেটিং-এ ক্লিক করুন
  • Limit Availability... তে ক্লিক করুন
  • Make me unavailable-এ ক্লিক করুন এবং only make available to নির্বাচন করে গ্রুপ নির্বাচন করুন (যে গ্রুপের বন্ধুদের সাথে চ্যাট করতে চাচ্ছেন)

  • Okay ক্লিক করুন।
কিভাবে ফেসবুকে চ্যাটিং সব বন্ধু প্রদর্শন আবার কিভাবে চালু করবেনঃ
  • Chat-এ ক্লিক করুন
  • Chat Setting-এ ক্লিক করুন
  • Limit Availability… তে ক্লিক করুন
  • Only make me available to – তে ক্লিক করে, make me unavailable এ নির্বাচন করুন
  • Okay করুন।
 শেষ !!! আশা করি এটা ফেসবুকে আপনার গোপনীয়তা বৃদ্ধি হবে। শুভ হোক আপনার ফেইসবুক চ্যাটিং!

ফেসবুকের যে কোন বিরক্তকর Group, page, photo tag এর notification থেকে চিরতরে মুক্তি।।

ডেয়ার ফ্রেন্ডস,এই টিউনটি মনে হয় সবার সমস্যা এর সমাধান করতে পারবে বলে আমি আশা রাখছি...।।
এই টিউন ফোলো করার পর আপনি ও আপনার ফ্রেন্ডকে বলতে পারবেন,"দে দেখি কত ট্যাগ দিবি আর কত গ্রুপ এ এড দিবি''
চলুন শুরু করা যাক.........।
চলুন শুরু করা যাক ।
১।আপনি আপনার পিসি এর notification বার এ ক্লিক করুন
২।যে গ্রুপ/পেজ/ফটো ট্যাগ এর notification আর চান না,সেই notification এর উপর মাউস এর কারসার রাখুন...
দেখুন,notification এর পাসে একটা ক্রস X আছে, X এ ক্লিক করুন

 ৪।তারপর দুইটা অপসন আসবে ।
৫।Trun off/unfollow এ ক্লিক করুন






বাস আপনার কাম সেস,




মনে রাখবেন trun off/unfollow post এ ক্লিক করার পর ওই পোষ্ট থেকে আর কোন notification পাবেন না...।।
কাজেই যে যে পোষ্ট এর notification এর জালাতে আপনি জলজল সেটা off করুন আর আপনার বন্ধু কে বলুন "দে দেখি কত ট্যাগ দিবি আর কত গ্রুপ এ এড দিবি''

Desktop 3D ওয়ালপেপার !!মনে হবে যেন পানিতে ভাসছে আপনার ডেস্কটপ !!!

যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে আপনার ডেস্কটপ। কি বিশ্বাস হচ্ছে না, তাহলে ডাউনলোড লিঙ্ক পেতে এখান থেকে ঘুরে আসুন ।  সিরিয়াল নাম্বারের জন্য ভিতরে কিগান দেয়া আছে, সেখান থেকে শুধু আপনার নাম দিয়ে সিরিয়াল বসিয়ে দিলেই সফট টি ফুল ভার্সন হয়ে যাবে ।  সফটটি মাত্র ১.১৭ মেগাবাইট। Watery Desktop 3D নামের সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক করলেই টাস্কবার আইকন আসবে আপনি এখান থেকে স্ক্রীন সেভারের গতি নিয়ন্ত্রন করতে পারেন। তাহলে দেরী না করে ডাউনলোড করে নিন। সংগে আরও বেশ কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করার লিংক ও নমুনা। দেখে নিন।

Watery Desktop 3D

কম্পিউটার Slow হয়ে গেছে? No Tension!!!Speed নিয়ে যান।

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা।আজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন)
যা আপনার PC কে আরও Speed দিতে পারে।
কথা না বাড়িয়ে কাজে আসি ।
নিম্নের কাজগুলো করে দেখুন :

  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন।
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে  recent , Prefetch , temp , %temp% , tree/ , tree  লিখে ok করুন। একটা একটা করে লিখে এনটার করুন। এন্ড এনটার দিলে যে অ-কাজ্যকর ফাইল আসবে সে গুলো ডিলিট করুন।
  • Control Panel এ যান। Add or Remove এ দুই ক্লিক করুন।  Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ ক্লিক করুন। Successful message আসলে Finish এ ক্লিক করুন।
  • অনেক সময় PC'র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC'র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়।

মোবাইলের ভুলে যাওয়া/অজানা লক কোড সহজেই বের করে ফেলুন !!

মাঝে মাঝে আমরা আমাদের মোবাইলের লক কোড ভুলে যাই। তখন আমাদের চিন্তার আর শেষ থাকে না। আবার যারা 2nd Hand সেট কিনে তাদের মাঝে মাঝে অনেক সমস্যা পোহাতে হয় লক কোড না জানার কারনে। এই সমস্যা দূর করার জন্যই আমার আজকের এই লেখা।আপনাদের এই কাজটা করতে হবে Unlock Me সফ্টটা দ্বারা। ডাউনলোড
ডাউনলোড শেষে সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এবার লক কোড বের করার পালা। কাজটা খুবই সহজ।প্রথমে সফ্টটা ওপেন করুন।

এবার Option থেকে Unlock এ ক্লিক করুন।
এবার সফ্টটা অটোমেটিক বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল কোড বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফ্টটার 5-8 মিনিটের মত লাগবে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর বিধায় আপনি সফ্টটা কার্যরত অবস্থায় Minimize করে রাখুন। যখন আপনার লক কোড পেয়ে যাবে তখন সফ্টটা অটোমেটিক একটা আওয়াজ করবে। আপনি তখন সফ্টটা Meximize করুন। দেখবেন আপনার লক কোড প্রদর্শন করছে। আমার লক কোড 00000 তাই Unlock Code: 00000 দেখাচ্ছে।
যেহেতু এটা একটা .SIS সফ্ট তাই এটা সকল S60 V2 সেটে চলার কথা। না চললে জানাবেন। লেখাটা ভাল লাগলে কমেন্ট করবেন কিন্তু!!!
 

Nokia মোবাইল এর মেমোরি কার্ড এর পাসওয়ার্ড ভুলে গেছেন ? সমস্যা নাই । এই টিউনটি দেখেন আর পাসওয়ার্ড রিমুভ করুন কোন ডেটা হারানো ছাড়া !!!!

আসসালামু আলাইকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন যাই হোক এজকের টিউনটা শুরু করি। আপনারা প্রায় অনেকেই মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করেন আর মেমোরি কার্ড তো আবশ্যক । পাসওয়ার্ড ও অনেকেই দেন । কিন্তু সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে । আসুন দেখি কিভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েও পাসওয়ার্ড রিমুভ করবেন Nokia মোবাইল কোন ডেটা হারানো ছাড়া ।
১।প্রথমে FExplorer নামের এই সফটটা ডাউনলোড করে আপনার মোবাইল এ নিয়ে রান করুন ।
২।রান করার পর মোবাইল এর C: ড্রাইভ এ যান।
৩।এবারে C:System ফোল্ডার এ ঢুকুন ।


৪।এবারে mmcstore নামের ফাইলটা কপি করে এমন একটি ফোল্ডার এ সেভ করুন যেখান থেকে আপনি টা আপনার কম্পিউটার এ কপি করতে পারবেন ।
৫।।কপি হয়ে গেলে mmcstore ফাইলটি Notepad দিয়ে ওপেন করুন ।
ব্যাস কাজ শেষ এবার আপনি Notepad এ আপনার মেমোরি কার্ড এর পাসওয়ার্ড দেখতে পারবেন । (only for symbian.আপনারা চাইলে getjar থেকে সফটটা ডাউনলোড করে নিতে পারেন )

টিউনটি পরার জন্য ধন্যবাদ ..............

হ্যাক হওয়া ফেসবুক আ্যকাউন্ট উদ্ধার করবেন যেভাবে

আজকে দেখলাম অনেকগুলা পোস্ট ই ফেসবুক হ্যাক সংক্রান্ত। কোনো এক ব্লগারের দেয়া ফিশিং লিংক থেকে অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার হয়েছেন। তাই হ্যাক হওয়া একাউন্ট ফেরত আনার একটা পোস্ট দেয়ার প্রয়োজন মনে করলাম।
নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।
১। সর্ব প্রথম এই লিঙ্কে যান http://www.facebook.com/hacked


 এবার My account is compromised এই বাটনে ক্লিক করুন।
২। ক্লিক করার পর এমন একটা পেজ আসবে

আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত ৩ টি অপশনে যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ

৪। আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে
এখন This is My Account এ ক্লিক করুন।

৫। ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে।
এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।

তামিম ইকবাল কে বাংলাদেশ ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক :)


বিপিএল এ একজন দর্শক কে তামিম ব্যাট দিয়ে মারার উদ্যত হয়েছে। তার কথা টা ছিল " ব্যাট দিয়ে একটা বারি মারবো মাদার .... সর " । এদের আমরা সাপোর্ট দিয়ে মাথায় তুলে রাখি, আর কতবর সাহস দর্শকদের এরকম কথা বার্তা বলে। এই যদি একজন জাতীয় ক্রিকেটারের আচরন হয় তাহলে দরকার নাই এইসব ফালতু মানসিকাতর খেলোয়ার কে যে দেশের দর্শকদের ব্যাট দিয়ে মারতে চায়। তার এতো কিসের অহংকার? আমরা খেলা দেখি বলেই তার এতো নামডাক, আর সেই দর্শকদের ব্যাট দিয়ে মারতে যায় নিমোখারাম। এইসব ব্যাবহার পরিবার থেকে শিখে আসে মানুষ। তামিম ও তার ব্যাতিক্রম না।

নিচে ভিডিও টা দেখুন। এটা ফেসবুক গ্রুপ থেকে প্রাপ্ত। 
এখানে ক্লিক করুন

জিপির ফ্রি ৩০০ এমবি ইন্টারনেট, ফ্রি কল ব্লক ও ফ্রি মিস কল এলার্ট পাইলাম :)

জিপি দেখি মাঝে মাঝে ভালই ব্যাবহার করে গ্রাহক দের সাথে। গত কালকে এসএম এস দিসিল স্মার্টফোন ব্যাবহারকারি দের জন্যে ফ্রি ৩০০ এমমি ইন্টারনেট, ফ্রি কল ব্লক ও ফ্রি মিস কল এলার্ট দিবে। এজন্যে স্মার্টফোন থেকে ৪৭২৪ এ ডায়াল করলেই এক্টিভেট হয়ে যাবে। যেই কথা সেই কাজ, কালকে ফোন দিসিলাম, সাথে সুমধুর কন্ঠে এক কোকিল বলে উঠলো, আপনার সার্ভিস টি সফল হয়েছে। আজকে দেখি ৩ টা সার্ভিস ই এক্টিভ করে দিসে। তবে ইন্টারনেটের মেয়াদ ৭ দিন। ৩০০ এমবি ফুরাইতে হবে এখন আইফোনে আপ্লিকেশন ডাউনলোড কইরা। যাদের স্মার্টফোন আসে তারা করে ফেলেন। তবে স্মার্টফোন ছাড়া হবে কিনা জানিনা, চেষ্টা করে দেখতে পারেন।

Tuesday, January 29, 2013

মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করুন একদম ফ্রি

মোবাইল থেকে ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে চান? খুব সহজ একটি ট্রিক আছে। এর জন্য আপনাকে গ্রামীনফোন সিম ব্যবহার করতে হবে। এই সফ্টওয়্যারের আবিষ্কর্তাকে একরাশ শুভেচ্ছা জানাই এই জন্য যে এর মাধ্যমে আমরা ভন্ড গ্রামীনফোনের পাছায় ছোট্ট করে হলেও একটা লাথি দেওয়ার সুযোগ পাচ্ছি।





এর জন্য আপনাকে প্রথমেই অপেরা মিনি ডাউনলোড করতে হবে নিচে দেওয়া লিংকটা থেকে। পিসিতে ডাউনলোড করে মোবাইলে ট্রান্সফার করতে পারেন অথবা সরাসরি মোবাইলেও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হওয়ার পর সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল করুন। আগেই আপনার মোবাইলে অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করা থাকলে সেটা প্রথমে আন ইনস্টল করে নিতে পারেন।ডাউনলোড লিংক: http://goo.gl/YfbBE
Free_internet_opera.jar (157.46kb) ডাউনলোড ও ইনস্টল হওয়ার পর সফটওয়্যার টা অপেন করে slipperz1 টা সিলেক্ত করে মোডিফাই ট্রিক (Modify Trick) এর জায়গায় http://202.56.4.225.server4.operamini.com:80 এটা দিতে হবে। অথবা (http://202.56.4.225.server4.operamini.com) এটাও দিতে পারেন।
আপনার কাজ শেষ। এখন শুরু করুন ১০০% ফ্রি ব্রাউজিং। যে কোন ওয়েবসাইট ব্রাউজ করুন, আপনার এক টাকাও কাটবে না। এই সফটওয়্যার টা সকল জাভা সমর্থিত মোবাইল এ সাপোর্ট করে। শুধু মাত্র গ্রামীনফোন গ্রাহকরা ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। কিন্ত কোন ফাইল ডাউনলোড দিলে টাকা যাবে, কারন আপনি এই অপেরা দিয়ে ডাউনলোড করতে চাইলে তা আপনার মোবাইল এর মেইন ব্রাউজার এ নিয়ে যাবে। তাই সুধু মাত্র ব্রাউজ করার জন্য এই সফটওয়্যার টা ব্যবহার করা যাবে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

Monday, January 28, 2013

ফেসবুকনির্ভর সাইটগুলো

ফেসবুকনির্ভর সাইটগুলো
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকনির্ভর অনেক সাইট তৈরি করছেন ওয়েব ডেভেলপাররা। ওয়েব প্রোগ্রাম,অ্যাপ্লিকেশন,গেমস ছাড়াও ফেসবুকের আইডিয়ানির্ভর অনেক সাইটের দেখা মেলে ইন্টারনেটে। ফেসবুক ব্যবহারকে আরো সহজ এবং মজাদার করতেই এসব ওয়েবসাইটগুলো তৈরি হয়। যদিও এসব ওয়েবসাইটের কোনোটাই ফেসবুকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়  তবুও ফেসবুক পুঁজি করেই এগুলো তরতর করে এগিয়ে চলেছে। এমনকি কিছু সাইট আবার ফেসবুকের নামও নিজের সঙ্গে জুড়ে নিয়েছে।
 Howdoifacebook.com
নতুন ফেসবুক ব্যবহারকারীর জন্যই এ সাইটটি। ফেসবুক বিষয়ে মনে যতো প্রশ্ন ওঠে তার তাবৎ উত্তর রয়েছে সাইটটিতে। ফেসবুক বিষয়ক সমস্যার সমাধান নিয়েই তৈরি করা হয়েছে

www.howdoifacebook.com সাইটটি। ফেসবুকের নিজস্ব সমস্যার সমাধান নিয়ে HELP সেকশন থাকলেও এ সাইটে সবকিছু খুব সহজভাবে ব্যাখা করা হয়েছে। ফেসবুকে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও এর ব্যবহার, ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সাইটটিতে পাওয়া যাবে।

Reface.me
কেবল ফেসবুকনির্ভর একটি ব্লগ হলো www.reface.me। ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ,ফটো-ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে সাজানো হয়েছে ব্লগটিকে। এতে রয়েছে ফেসবুক ব্যবহারের গাইডলাইন এবং ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস সুবিধাও।

Facebookcraze.com
ফেসবুক নিয়ে আরেকটি সুন্দর ব্লগ হলো www.facebookcraze.com। ফেসবুকের মজার স্ট্যাটাস আপডেট, ফেসবুক বন্ধুদের ট্যাগ করার জন্য মজার মজার ফটো ইফেক্ট এবং বিভিন্ন ফেসবুক গেমসের রিভিউ নিয়ে সাজানো হয়েছে সাইটটিকে। প্রায় একই ধরনের আরেকটি ব্লগ www.facebookflow.com। এখানেও ফেসবুকের বিভিন্ন খবরা-খবর, বিভিন্ন ফেসবুক অ্যাপ্লিকেশন, গেমস ও পেজের রিভিউ ইত্যাদি বিষয়ে তথ্য মিলবে।

Allfacebook.com
ফেসবুককে নিয়ে বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইট www.allfacebook.com। ফেসবুকের সর্বশেষ খবরাখবর, ফেসবুক পেজগুলোর মধ্যে কোনগুলোর অবস্থান সবার ওপরে, সপ্তাহের সেরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও গেমসের তালিকা ইত্যাদি নিয়ে  সাজানো হয়েছে ওয়েবসাইটটি।

Facemoods.com
স্মাইলি, ইমোটিকনস, অ্যানিমেশন যারা ফেসবুক স্ট্যাটাস, চ্যাট বা ওয়ালে এসব যুক্ত করতে চান তাদের জন্য www.facemoods.com  । সাইটটি থেকে স্মাইলি কিংবা ইমোটিকনস ব্যবহারের ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে পিসি বা ল্যাপটপে ইনস্টল করলেই কাজ হবে।

Facebookvideodown.com
ফেসবুক ভিডিও ডাউনলোড করার কাজ করে www.facebookvideodown.com   সাইটটি। পিসিতে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ব্যবহার ছাড়াই সহজেই ডাউনলোডের কাজটি করা যায় সাইটটি থেকে।

Privacydefender.net
ফেসবুকে প্রাইভেসি সেটিং সমাধান দিতেই আছে www.privacydefender.net   সাইটটি। এ সাইটের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই ফেসবুকের প্রাইভেসি সেট করা যায়।

Insidefacebook.com
ফেসবুক অ্যাপ্লিকেশন ডেভেলপার, প্রোগ্রামার এবং মার্কেটারসদের জন্য ওয়েবসাইটটির নাম Insidefacebook.com

১ সেকেন্ডেই তৈরি করুন E-mail ID!!!

১ সেকেন্ডেই তৈরি করুন e- mail ID!!!

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । পোস্ট এর
টাইটেল পড়ে কি মনে হচ্ছে অসম্ভব একটি জিনিস
। না । অসম্ভব নয় ।

১ সেকেন্ডে এর কম সময়ে আপনি তৈরি করবেন
আপনার ইমেইল । তাহলে আপনাদের
বলি আপনাদের কিভাবে কি করতে হবে । অনেক
সময় অনেক ওয়েবসাইট এ সাইন আপ করতে হয়
ফলে আমাদের দরকার হয় একাধিক ইমেইল । আর
আমরা অনেক কষ্ট করে এই ইমেইল এড্রেস
তৈরি করি ।
আজকে যে উপায় টি দেখাব তাতে কোন সাইন আপ
করা লাগবে না, কোন পাসওয়ার্ড ও লাগবে না ।
এটি ফ্রি আনোনিমাস ইমেইল এড্রেস ।
শুধু ইমেইল এড্রেস লিখলেই আপনিতার ইনবক্স
দেখতে পারবেন ।
যতো খুশি তত ইমেইল তৈরি করতে পারবেন ।
yopmail
>>প্রথমে আপনাকে এই লিংক www.yopmail.com এখানে ক্লিক করুন
এ যেতে হবে ।
>>তারপর বক্সে আপনার ইমেইল এর @ এর
পূর্বের নাম লিখে Check Inbox এ ক্লিক
করুন ।
যেমনঃ আপনি যদি rakib.bd লেখেন
তাহলে আপনার ইমেইল এড্রেস
হবে rakib.bd@yopmail.com
>>Check Inbox এ ক্লিক করেই
আপনি আপনার ইনবক্স দেখতে পারবেন। সহজেই
আপনার ইমেইল এড্রেস তৈরি হয়ে গেল ।

মেমোরি কার্ড ফরমেট হচ্ছে না? কোন সমস্যা নাই সল্ভ এখানে !!!

মেমোরি কার্ড ফরমেট হচ্ছে না? কোন সমস্যা নাই সল্ভ এখানে !!!

ভাইরাসের কারনে যারা PCতে মেমোরি ফরমেট
দিতে Problem এ পড়েন তারা বিকলপ ভাবে ফরমেট
দিন!
My computerএ রাইট Click করে Manage
অপশনে Click করুন।এরপর বাম দিকে Disc
Defragement এ Click করুন!এবার আপনার মেমোরির
Drive দেখতে পাবেন।এবার মেমোরিটি ফরমেট করুন!
আর কোন ঝামেলা হবেনা!