Monday, August 12, 2013

ফেসবুক ফ্রেন্ডদের হাইড করা ইমেইল আইডি বের করে নিন

ফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফ্রেন্ডদের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-
প্রথম কথা হল ইমেইল আইডি দিয়ে সার্চ করে সহজে আপনার ফ্রেন্ডকে খুঁজে পেতে পারেন। হঠাৎ দেখলেন আপনার কিছু ফ্রেন্ড হাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন না আপনি BLOCK খাইছেন না আপনার ফ্রেন্ড তার আইডি DEACTIVATE করে রাখছে, তখন ইমেইল আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে বিষয়টা বুঝতে পারবেন। আরও দুই একটি কাজ করা যায় সেগুলো আর বলছি না।

প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা সেখানে ক্লিক করুন-প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা সেখানে ক্লিক করুন-


তারপর IMPORT CONTACTS – এ ক্লিক করুন-


এবার যেখানে Facebook-এর Logo দেখছেন সেখানে ক্লিক করুন। তারপর Facebook এ Log in করুন নিম্নের মত।


ব্যস, কাজ শেষ। এবার সব ইমেইল লোড নিবে, নিচের ছবির মত যেখানে DONE লিখা আছে সেখানে ক্লিক করুন।

 এবার বাম পাশে দেখুন আপনার সব ফ্রেন্ডদের ইমেইল আইডি-


আজ এই পর্যন্ত। আমি আবারও বলছি এটা কেবল শিখার জন্য, কেউ উপরিউক্ত আইডিয়া খারাপ কাজে ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্তে করবেন। ধন্যবাদ সবাইকে।

Tuesday, August 6, 2013

চার্জ না থাকলেও কল করুন আপনার মোবাইল থেকে!!!!

ধরুন আপনার
নকিয়া মোবাইল এ
ব্যটারি লো…।।
কিন্তু আপনার খুব
গুরুত্বপূর্ন
একটা কল
করা দরকার… কিন্তু
হাতের
কাছে চার্জার নেই…।
সেক্ষেত্রেও
আপনি কল
করতে পারেন।
নকিয়া কিছু
চার্জ রিজার্ভ
করে রাখে। আপনিসেই
রিজার্ভ চার্জ
ব্যবহার
করে কথা বলতে পারবে
সে ক্ষেত্রে আপনাকে“*#3370#
চাপতে হবে… আপনার
মোবাইলটি রিস্টার্ট
হবে,তারপর যখন চালু
হবে আপনি আপনার
ব্যটারী লেভেল ৫০%
বেড়ে গেছে দেখবেন..
এখন
আপনি আপনার
গুরুত্তপূর্ন
কলটি সেরে ফেলুন…।
(ডিএক্টি ভ করতে#
3370# চাপুন)।
আপনি যখন আপনার
মোবাইল
আবারচার্জ এ
লাগাবেন তখন ওই
শেষ
হয়ে যাওয়া রিজার্ভ
চার্জ
আবার অটমেটিক
চার্জড হয়ে যাবে…।।
তবে সকল মোবাইল এ
কাজ করতে নাও
পারে…

আপনার জিমেইল আইডি দিয়েই পৃথিবীর যেকোনো মোবাইল নাম্বারে ফ্রী SMS পাঠান

সবাই আশা করি ভালই আছেন। আজকে যেই বিষয়ে লিখব অর্থাৎ জিমেইল আইডি দিয়ে যেকোনো মোবাইল নাম্বারে কিভাবে ফ্রী SMS পাঠানো যায় সেটা হয়ত অনেকেই আগে থেকে জেনে থাকবেন। যারা জানেন না এটা শুধু তাদের জন্য। তাহলে দেখে নিন কিভাবে আপনার জিমেইল আইডি দিয়েই পৃথিবীর যেকোনো মোবাইল নাম্বারে ফ্রী SMS পাঠাতে পারবেন। তবে এটা Limited.
  • প্রথমে আপনি আপনার জিমেইল আইডিতে Login করুন। তারপর বামপাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এবং আপনার নাম্বারটি লিখুন যে নাম্বারে Message পাঠাতে চান। 



  • নাম্বারটি লেখার পর Send SMS এ ক্লিক করুন।

      • তারপর যে Pop Up Box আসবে সেখানে Contact Name এ আপনি কি নামে Save করতে চান সেই নাম দিন। আমি 'My Number' দিলাম। সব ঠিকঠাক করে তারপর Save এ ক্লিক করুন।




      • Save করার পর ডানপাশে দেখবেন একটা Chat Box এসেছে। তারপর আপনি Chat Box এ যা খুশি তা লিখে পাঠিয়ে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে। যেই নাম্বারে পাঠিয়েছেন সেই নাম্বার Check করে দেখুন আপনার Messageটি সফলভাবে পৌঁছে গিয়েছে।