Thursday, February 7, 2013

¤Grameenphone থেকে ১২১ এ free কল করুন¤


অনেকেই জানেন। কিন্তু
যারা জানে না। তাদের
জন্য।
প্রথমে আপনার GP
নাম্বার থেকে ডায়েল করুন 158 তে এবং আপনার
সমস্যা অনুযায়ী অপসন
সিলেক্ট করুন। 24 hour er
মাঝে আপনার মোবাইলে
১২১ থেকে কল
আসবে ।
<3 ধন্যবাদ  <3

Wednesday, February 6, 2013

জেনে নিন কিভাবে ইমেইল একাউন্ট মুছে ফেলা যায়

আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু ইমেইল এর কথা ইন্টারনেট ব্যবহার কারিদের কাছে অজানা এই শব্দটা যেন কেমন লাগে শুনতে। এমন কেউ নেই যে ইমেইল এর কথা না যানে। কারন সকলেই ইমেইল ব্যবহার করে থাকি। তাই প্রায়ই আমাদের ইমেইল একাউন্ট অপেন করতে হয়। ইমেইল এর একাউন্ট অপেন করার কিছু সাইট হলো Yahoo,Gmail,MSN etc. এই ৩ টি মেইল খুবই জনপ্রিয়। এগুলো সবগুলোই ফ্রি। তাই যেকেউ এই সব সাইট থেকে একাউন্ট অপেন করতে পারে। কিন্তু এই সব একাউন্ট অপেন করলে আমরা কি কেউ এই সব একাউন্ট মুছে ফেলতে পারি???? তাহলে দেখুন কিভাবে ঐসব একাউন্ট মুছে ফেলতে হয়।
Yahoo: Yahoo এর একাউন্ট মুছতে হলে প্রথমে আপনাকে এই ঠিকানাতে যেতে হবে এবং লোগ ইন করতে হবে। এরপর এবার ইউজারের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর নিচে পুনরায় পাসওয়ার্ড দিয়ে “YES” Terminate this বাটনে ক্লিক করলে yahoo একাউন্ট মুছে যাবে।
Gmail: Gmail একাউন্ট বন্ধ করতে হলে প্রথমে একুন্ট এ লগইন করতে হবে। তারপর উপরের ডান দিকের Settings লিংকে ক্লিক করতেহবে। এরপর ট্যাবে Accounts ক্লিক করে Google Account settings ক্লিক করতে হবে। আবার ডান দিকের edit next to My services -এ ক্লিক করে Delete Gmail Service ক্লিক করলে একাউন্ট মুছে ফেলা যাবে।
Hotmail (MSN): এর জন্য প্রথমে হটমেইল একাউন্টে লগইন করতে হবে। এবার উপরের ডান দিকের Help বাটনে ক্লিক করুন এবং search অংশে Close Account লিখে সার্চ করতে হবে। এবার সার্চে আসা ফলাফল থেকে Close Your Account লিংকে ক্লিক করতে হবে এবং পরবর্তী অংশ থেকে Close Account বাটনে ক্লিক করে একাউন্ট মুছে ফেলতে হবে।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

ইন্টারনেট থেকে ফ্রী গেম ডাউনলোড করার কিছু ওয়েবসাইট

 সবাইকে সালাম।
আশা, করি আপনারা সবাই বেশ ভাল আছেন।
আমরা প্রায়ই ইন্টারনেট থেকে নানা গেম ডাউনলোড করতে চাই। কিন্তু, ফ্রী গেম ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়।
হয়ত, দেখা যায় ডাউনলোড হচ্ছে না অথবা লিখেছে ফ্রী ডাউনলোড কিন্তু, ডাউনলোড করতে গেলে কিনতে বলছে!
তাই, আজ আমি আপনাদের এমন কিছু সাইট এর ঠিকানা দেব জেগুলতে আপনি বেশ সহজেই বিভিন্ন গেম ডাউনলোড করতে পারবেন।
সাইট গুলি হলঃ
1) www.oneonlinegames.com
2) www.myplaycity.com
3) www.gametop.com
4) www.allgameshome.com
5) www.myrealgames.com
6) www.freegamepick.com
এছারাও আপনি এই সাইটটি ভিজিট করতে পারেন ফ্রী গেমের জন্য।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
সবাইকে ধন্যবাদ।

যেকোনো ওয়েবসাইট এ প্রবেশ করুন রেজিস্টার ছাড়া !!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন ।আজকে আমি আপনাদের কে এমন একটা ওয়েবসাইট বলব যেখান থেকে আপনি যেকোনো ওওয়েবসাইট এর লগইন আইডি পাবেন ।তবে শুধু ফাএবুকের পাবেন না ।ওয়েবসুতে টি এই লিঙ্ক এ জানঃ http://bugmenot.com




নিচের ছবি টি দেখুনঃ
কিছু আইডি কাজ না করতে পারে।

পবিত্র কোরআন শরিফ বাংলায় পিডিএফ ফাইল,৩.৯৯ এম.বি না দেখিলে মিস করবেন


আমরা অনেকেই পবিত্র কোরআন শরিফ আরবিতে লেখা তাই পরতে পারি না,এই রকম যারা আছেন তাদের জন্য নিয়ে এলাম বাংলায়
ডাউনলোডের জন্য
পবিত্র কোরআর শরিফ এখানে।

My Computer এ নিজের ছবি দিন খুব সহজে

প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here
এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।
এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\system32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি নিম্নের চিত্রর মত দেখতে পারবেন।

Online a ইংরেজি লেটারকে বাংলা করে চিঠি পরুন।

খুব সহজেই ইংরেজি শব্দ বা বাক্য বাংলায় অনুবাদ করতে
এখানে ক্লিক করুন

Auto ran 100% বন্দ করুন

এটা হয়তো ৮০% লোকে যানেন তবে যারা নতুন বাকি ২০% তাদের জন্য।
আমাদের ভিবিন্ন কারেনে কম্পিউটারে ভাইরাজ ঢুকে পরে তার প্রধান কারন হল “অটোরান” তাই এই অটোরান বন্দ করার নিয়ম।
Start>Ran>gpedit.msc>Administrative Templates>System>Turn Off Auto play>Enabled> Turn Off Auto play on>All Drives>Apply>Ok

বাংলা লেখা দেখতে সম্যসা? তাহলে দেখুন।


ইন্টানেটে বাংলা দেখতে সম্যসা হলে। এখান থেকে এই ফন্টটি ডাউনলোড করুন
http://www.mediafire.com/?tfoxw335kebg47o
তার পর: ফন্ট টি কপি করে Start>Control Panel> Font>Past এভার রিষ্টাট করুন:

Monday, February 4, 2013

**এবার MB ট্রান্সফার করুন Airtel To Airtel**

To transfer 10mb-dial *141*712*11*recipient number#
To transfer 25mb-dial *141*712*9*recipient number#
To transfer 60mb-dial *141*712*4*recipientnumber#
To understand more please dial
*141*1# and follow the prompts to get
more info about the
bundle
transfer.100 will be deducted for every
mb sent...!!!

দশ বছরে পা দিল ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ১০ বছরে পা দিল। ২০০৪ সালে ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় জনপ্রিয় এ সাইটটির।
ছবি শেয়ার করা, বন্ধুত্ব করাসহ নানা ধরনের কাজে বর্তমানে জনপ্রিয় ফেসবুক। ২০০৩ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ফেসম্যাশ নামে প্রথম একটি সাইট চালু করেন মার্ক জাকারবার্গ। তখন ফেসবুকের এই প্রধান নির্বাহীর উদ্দেশ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে মেলবন্ধন সৃষ্টি করা। নিজেদের ভাবনা আর ছবি যাতে সবাই ভাগাভাগি করতে পারে, সে জন্যই এ সাইটের শুরুটা করেন তিনি।
পরবর্তীকালে বন্ধু এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস ও ক্রিস হিউজেসের সহযোগিতায় ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেসবুক। শুরুতে দ্য ফেসবুক নাম থাকলেও ২০০৫ সালে এটি পরিবর্তন করে শুধু ফেসবুক করা হয়।
দারুণ জনপ্রিয়তা পাওয়া সাইটটির বর্তমানে সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটির বেশি। ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ব্যবহারকারীদের লাইকের সংখ্যা ১.১৩ ট্রিলিয়ন, আপলোড ছবির সংখ্য ২১৯ বিলিয়ন এবং ছবিসহ স্থান ট্যাগিংয়ের সংখ্যা ১৭ বিলিয়ন। আয়ের দিক দিয়েও দারুণভাবে এগিয়ে চলছে ফেসবুক। ফেসবুকের পর বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ সাইট চালু করলেও এখনো এককভাবে শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।


বর্তমানে কম্পিউটারের পাশাপাশি মোবাইল, ট্যাবলেটেও বেড়েই চলছে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা। আর আয়ের বিষয়টিও তাই ভিন্ন ভিন্নভাবে আসছে। ফেসবুককে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে দক্ষ বাহিনী। যার নেতৃত্বে আছেন তরুণ বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ নিজেই। বিশ্বের বিভিন্ন ভাষায় ফেসবুক ব্যবহার করা যায়।

এবার GP সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান China মোবাইল এ (Browsing+Download)

নিচে China মোবাইল এর
নেট সেটিং দেওয়া |

Homepage: http://
internet.grameenphone.com

Proxy:076.073.016.123 or
80.239.242.253
Port:80

সেটিং এর কাজ শেষ |
এবার
Save
করুন |
তারপর
Homepage
এ ডোকেন |
এরপর
Homepage
এ একটা বক্স পাবেন |
বক্স এ
যেকোনো Addres
দিয়ে Go চাপুন |
দেখবেন
কাজ হয়ে গেছে |

এখন উপভোগ
করতে পারবেন
ফ্রি নেট |

[[বিঃদ্রঃ সিমে কোনো প্রকার
টাকা রাখবেন না]]

Opera Miniর স্প্রিড নিয়ে চিন্তিত ?

 চিন্তার কোন কারন নেই Opera
Mini বৃদ্ধি করা সম্ভব । Opera Miniর স্প্রিড
বৃদ্ধি করতে নিচের পদ্ধতি অনুসরন করুন ।
প্রথমে Opera Mini Browser ওপেন করুন এরপর url box এ প্রবেশ
করুন > এরপর about:config লিখে visit করুন
এখানে কিছু ওপশন দেখতে পাবেন ।
এবার Loading Timeout ওপশন এ ক্লিক করুন
ও ( 60-3600 ) সিলেক্ট করুন । 60 from speed,3600 from photo upload
আপনার কাজ শেষ।